
স্পোর্টস ডেস্ক |
দল বদলের চলতি মওসুমের বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড একজন ‘জাত’ স্ট্রাইকার কেনার জন্য হন্যে হয়ে ঘুরছে। ম্যানইউতে একজন জাত স্ট্রাইকার দরকার বলে দলটির সাবেক কয়েকজন খেলোয়াড় মনে করেন। চলতি মওসুমে নেদারল্যান্ডস থেকে মেমফিস দিপাইকে দলে ভিড়িয়েছে। তবে এতে তারা সন্তুষ্ট নয়। নেইমার কিংবা গ্যারেথ বেল পর্যায়ের একজন স্ট্রাইকার চাই তাদের। আর এ লক্ষ্যে ঝাপিয়ে পড়েছে ম্যানইউ। এই দু’জনের যে কোনো একজনকে তাদের চাই। তা যতো অর্থই লাগুক না কেন। বার্সেলোনা থেকে তারা ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে নেয়ার জন্য রেকর্ড পরিমাণ অর্থ বাজি ধরেছে। নেইমারের বাইআউট ক্লজের পরিমাণ ১৩০ মিলিয়ন পাউন্ড। এই অর্থের সঙ্গে তাকে ৯৫ মিলিয়ন পাউন্ড দিয়ে দলে ভেড়াতে চায় ম্যানইউ। এতে ইংলিশ এ জায়ান্ট ক্লাবটির মোট খরচ পড়বে ২২৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু নেইমারকে নেয়ার জন্য তারা এই পরিমাণ অর্থ খরচ করতেও রাজি বলে খবর দিয়েছে ‘দ্য সান’। তবে এসব খবর যে একেবারে গুজব নয় তা বুঝা যাচ্ছে বার্সেলোনার কর্মকর্তাদের আচরণে। নেইমার বার্সেলোনা থেকেই অবসর নিক, এটাই চান ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বর্তোমেউ। তিনি বলেন, ‘আমরা নেইমারকে ছাড়তে চাই না। সে বার্সেলোনা থেকেই বিদায় নিক- এটাই আমরা চাই। নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আমরা কিছুদিনের মধ্যেই কথা বলবো। সে নিশ্চয় এখানে থাকবে। শুধু সামনের তিন মওসুম নয়, বরং ১০ বছরের জন্য চুক্তি করতে চাই আমরা।’ বার্তোমেউ-এর এমন কথায় বেশ রহস্য পাওয়া যাচ্ছে। নেইমারকে নিয়ে এলাচনা হচ্ছে বলেই তো তিনি এমন কথা বলছেন। গত মওসুমে ট্রেবল শিরোপাজয়ী বার্সেলোনার হয়ে ৫১ ম্যাচে ৩৯ গোল করেন নেইমার।
পাঠকের মতামত