সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
csb24.com::
রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার লন্ডন পৌঁছেছেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. আবদুল হান্নান স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে হেথ্রো বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন টেলিফোনে সাংবাদিকদের খবর জানান।
রাষ্ট্রপতি মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে তাঁর হার্ট চেকআপ করাবেন। তিনি আগামী ৩১ আগস্ট দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি ২৩ আগস্ট লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ঢাকায় কূটনৈতিক কোরের ডীন এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বিমান বন্দরে তাঁকে বিদায় জানান।
তিন বাহিনীর প্রধানগণসহ পদস্থ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত