
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর মধ্যে ব্যারিষ্টার শাকিলা ফারজানাকে ২ দিন এবং এডভোকেট হাসানুজ্জামান লিটন ও এডভোকেট মাহফুজ চৌধুরী বাপন কে দুদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকাল দশটায় তিন আইনজীবীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় হাটহাজারীর সন্ত্রসবিরোধী একটি মামলায় তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনে রিমান্ড আবেদন করে র্যাব। পরে আদালত রিমান্ড শুনানি শেষে তিন আইনজীবীর ভিন্ন সময়ের রিমান্ড মঞ্জুর করে।
জানা যায়, শুনানি চালকালীন আদালত ব্যারিষ্টার শাকিলা ফারজানার বক্তব্য শুনতে চান। এসময় শাকিলা জানান, তিনি মামলা পরিচালনার জন্য ঐ টাকা নিয়েছিলেন। পরবর্তীতে তা আবার ফেরত দেয়া হয়। পরে চট্টগ্রাম জেলা সরকারী কৌশুলি (পিপি) আবুল হাশেম বলেন, ‘শাকিলা নিজেই স্বীকার করেছেন তিনি হেফাজতের মামলা পরিচালনা করতেন। অর্থাৎ তার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে। তাই এসব জঙ্গি কারা তাদের আর কারা অর্থ দেয় এসব বিষয়ে বিস্তারিত জানতে আসামিদের রিমান্ডে নেয়া প্রয়োজন।’
এসময় আসামী পক্ষে আইনজীবী আব্দুস সাত্তার বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে তাদের রিমান্ডে নেয়া হয়েছিল। তারা ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছেন। এরপর আর তাদের রিমান্ড মঞ্জুর করা যায় না।’ আব্দস সাত্তারের এ যুক্তি খন্ডিয়ে রাষ্ট্রপক্ষের কৌশূলি বলেন, ‘দুটি অপরাধ সংঘটনের স্থান ভিন্ন। হাটহাজারীতে যে অপরাধ সংঘঠিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে তাদের রিমান্ড প্রয়োজন।’ উভয়পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আদালত তিন আইনজীবীর রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য চলতি বছরের ১৯শে ফেব্রুয়ারি হাটহাজারী এলাকায় ‘আল মাদরাসাতুল আবু বকর নামক একটি কওমি মাদ্রাসায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে র্যাব। এসময় হামজা ব্রিগেড নামের সংগঠনটির কথা জানায় র্যাব। র্যাব জানিয়েছিল ঐ ১২ জন এই জঙ্গি সংগঠনটির সাথে জড়িত। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাঁশখালির লটমনি পাহাড় থেকে হামজা ব্রিগেডের অস্ত্র ভান্ডার উদ্ধার করা হয় বলেও দাবি করে র্যাব। এর আগে বাঁশখালির লটমনি পাহাড় থেকে উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তিন আইনজীবীকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল বাঁশখালির আদালত। ::মানবজমিন
পাঠকের মতামত