
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের সকল দৈনিক পত্রিকার কম্পিউটার বিভাগ নিয়ে গঠিত কক্স-মিডিয়া অপারেটরস্্ এসোসিয়েশন এর কার্যকরি কমিটি থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করেছেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান ফারুক অনিক।
মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২২ আগষ্ট কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত কার্যকরি কমিটিতে এমরান ফারুক অনিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। কিন্তু ওই সময়ও কমিটিতে না থাকার তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে, অনেকটা জোর করে এই পদে অধিষ্টিত করেন সংগঠনের সদস্যরা। তবুও, ব্যক্তিগত অসুবিধার কারণে ২৩ আগষ্ট সংগঠনের কার্যকরি উপদেষ্টা পিন্টু দত্ত, নবগঠিত ও বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে লিখিত ভাবে নবগঠিত এ কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেন। এছাড়া আগামী ২৬ আগষ্টের মধ্যে নবগঠিত কমিটি থেকে নাম প্রত্যাহারের সংবাদ বিজ্ঞপ্তি প্রচার না করলে সেই দিনই সংগঠন থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করবেন বলেও জানানো হয় উক্ত আবেদন পত্রে।
পাঠকের মতামত