
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিজিবি কর্তৃক মোটরসাইকেল ও ৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন সেবনকারীকে আটক করার খবর পাওয়া গেছে। সূত্রে জানা গেছে, রবিবার সন্ধায় বিজিবির ৩০ ব্যাটেলিয়নের গিরাগাঁও ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আ: বাতেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন আটোয়ারী বাজার থেকে ১২৫ সিসি’র কালো রংঙ্গের একটি (ডিসকভার) মোটরসাইকেল ও ৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন সেবনকারীকে আটক করে। পরে তাদের আটোয়ারী থানায় নিয়ে এসে বিজিবি বাদি হয়ে মাদক আইনে মামলা রুজু করে। আটককৃতরা হলো- পঞ্চগড় সদর উপজেলাধীন রাজনগর নতুন বস্তি গ্রামের আ: আজিজ এর পুত্র হাসিব হাসান বাপ্পি (৩০), মিঠাপুকুর গ্রামের মহিম উদ্দীন এর পুত্র আনোয়ার হোসেন (২৯), কে আটক করে। পরদিন সকালে মোটরসাইকেল সহ পঞ্চগড় আদালতে সের্পেদ করা হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম আটকের বিয়য়টি নিশ্চিত করেছেন।#
পাঠকের মতামত