অনলাইন ডেস্ক |
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, এড. হাসানুজ্জামান লিটন ও এড. মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ দুপুরে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে তারা জবানবন্দি দেন। বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর জানান, চারদিনের রিমান্ড শেষে রোববার বাঁশখালী আদালতে তিন আইজীবীকে হাজির করা হয়। তারা বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের খাসকামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদেরকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। শাকিলার আইনজীবী আবদুস সাত্তার জানান, মনিরুজ্জামান মাসুদ ওরফে ডন হেফাজতে ইসলামের মামলা পরিচালনার বিষয়ে আসামিপক্ষের হয়ে শাকিলা ফারজানার সঙ্গে যোগাযোগ করতেন। মামলা পরিচালনার জন্য তিনি শাকিলাকে কিছু টাকা দিয়েছিলেন যা পরে শাকিলা ডনের একাউন্টে ফেরত দিয়েছিলেন। সেক্ষেত্রে জঙ্গিদের অর্থ-সহায়তা দেয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়।
প্রকাশিত: ২৩/০৮/২০১৫ ৭:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...
পাঠকের মতামত