
জুঁই চাকমা,রাঙামাটি :: ২৩ আগষ্ট : শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনরূপা’র কাটাপাহাড় লেইন থেকে অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
এসময় পাশের রুমে জুয়া খেলা ও মাদকসেবনের অপরাধে ১১জনকে আটক করা হয়।
শনিবার রাত সাড়ে সাতটায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি ৩০৫ পদাতিক রিজিয়নের জি টু আই মেজর তসলিম মোহাম্মদ তারেকের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি দল শহরের কাটাপাহাড় লেইনে ‘একাত্তর ক্লাব’ নামে একটি ঘরে অভিযান চালায়।
অভিযানে ইতালির তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিনসহ ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এসময় ক্লাবঘর থেকে প্রিয়তম দেওয়ান (৩২) পিতা-আষোন কুমার দেওয়ান, গ্রাম-১নং পাথর ঘাটা, রিজার্ভ বাজার ও লিটন মারমা (২৯) ,পিতা-খিয়াং প্রু মারমা, সাং-গর্জনতলী আটক করা হয়।
তাদের দুইজনকে আটকের পরপরই ক্লাবঘরে পাশের রুমে তল্লাশি চালিয়ে জুয়া খেলার অপরাধে ১১জনকে আটক করা হয়।
কোতয়ালী থানার ইনচার্জ (তদন্ত) রঞ্জন সামন্ত জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করে। এসময় পাশের রুম থেকে জুয়ার খেলার অপরাধে ১১জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানার মামলা নং-১০ তারিখ- ২৩/৮/২০১৫ রুজু করা হয়।
পাঠকের মতামত