
সি.এস.বি২৪.কম।
প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক-২০১৪’ পুরস্কার প্রদান এবং ‘ই-লার্নিং কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শিক্ষা খাতে সহায়তা দিতে এবং স্নাতক পর্যায় পর্যন্ত বৃত্তি দিতে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছে। কমিউনিটি ক্লিনিকগুলো যাতে ভালোভাবে চলতে পারে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় সে জন্য একইভাবে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। খবর বাসসের।
এই ফান্ড গঠনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের জন্য একটি হিসাব থাকবে যা স্থানীয় লোকেরা পরিচালনা করবে। সম্পদশালী ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং ক্লিনিক থেকে যাঁরা সেবা গ্রহণ করবেন, ওই ফান্ডে তাদের অনুদান গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘নারীরা যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্যই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। আগে অসুস্থ হলে পুরুষরা কখন হাসপাতালে নিয়ে যাবে সেই অপেক্ষায় থাকতে হত নারীদের। এখন তারা নিজেরাই কমিউনিটি ক্লিনিকে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারেন।’
তিনি আরো বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের ধারণা জাতির পিতার কাছ থেকে পেয়েছি। তিনি চাইতেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। ’
পাঠকের মতামত