
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ফেন্সিডিল সহ এক ফেন্সি সম্রাট ও দুই সেবনকারীকে ৫ বোতল ফেন্সিডিল সহ আটক করার খবর পাওয়া গেছে। থানাসূত্রে জানাগেছে, গত বুধবার রাতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম এর নেতৃত্বে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক ঝাটিকা অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নরে ঢাংঙ্গাঢাংগী পুকুরের পার্শ্বে থেকে ৫ বোতল ফেন্সিডিল সহ দুই সেবনকারীকে আটক করে। অপর দিকে গভীর রাতে তোড়িয়া ইউনিয়নের বাজার থেকে ফেন্সি সম্রাট কে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলো- পঞ্চগড় সদর উপজেলাধীন ধাক্কামারা গ্রামের আশরাফুল ইসলাম এর পুত্র সেলিম (২৪), একই গ্রামের সেলিম উদ্দীন এর পুত্র নয়ন (২২), আটোয়ারী উপজেলার ফেন্সি সম্রাট তোড়িয়া ইউনিয়নের নদীডাংঙ্গী গ্রামের ইউনুস আলীর পুত্র আ: গফ্ফার (৩০) কে আটক করে মাদক আইনে মামলা রুজু করে পরদিন সকালে পঞ্চগড় আদালতে সের্পেদ করা হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম আটকের বিয়য়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত