অনলাইন ডেস্ক:
আগামী ২ সেপ্টেম্বর হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ‘আন্তর্জাতিক ডিজিটাল শিক্ষা সম্মেলন’। এ সম্মেলন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। যৌথভাবে এর আয়োজক ব্যাকবোন ফাউন্ডেশন, ব্যাকবোন লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ও পলিসি কেন্দ্র।
ব্যাকবোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহিন মতিন জানান, ১০টি দেশের ১০০ জন স্কলার এতে অংশ নেবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও বিদ্যানুরাগীদের এতে অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে। আন্তর্জাতিক ডিজিটাল শিক্ষা সম্মেলনে অংশ নিতে চাইলে আগেভাগে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা যাবে বিনামূল্যে।
সম্মেলনে থাকবে তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে দুইজন পাবে জাপানে ইন্টার্নশিপ করার সুযোগ। অংশগ্রহণকারীদের দেওয়া হবে সনদ, থাকবে দুপুরের খাবারের ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন এই লিংকে- http://bit.ly/1gWt347
নিবন্ধন করা যাবে নিচের ওয়েবলিংকে- http://digitaleducationbd.com/registration
পাঠকের মতামত