
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ইউনিয়ন পরিষদ ও সেন্টার ফর রাইট্স এন্ড ডেভলপমেন্ট-সিআরডির আয়োজনে এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ- দিনাজপুর অঞ্চলের সহযোগিতায় বাস্তবায়িত “ প্রমোশন অব ওয়াটার সাপাই, স্যানিটেশন এন্ড হাইজিন ইন হার্ড-টু-রিচ এরিয়াস অব রুরাল বাংলাদেশ” প্রকল্পের আওতায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর পানি ও স্যানিটেশন অধিকার নিশ্চিত করণে বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন প্রসঙ্গে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরডি’র নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম সহ অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কেন্দ্রীয় কার্যালয়ের এ্যাডভোকেসী এন্ড ইনফরমেশন সেলের ম্যানেজার শাহ দীপক কুমার, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রশিদুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ আব্দুস সামাদ আজাদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় প্রকল্পের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ফিল্ড প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মোঃ মঈনুল হাসান। সভায় সাংবাদিক, ইউপি সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম।
পাঠকের মতামত