আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ও মন ভাল থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগী হয়। তাই বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আজ আটোয়ারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী তুলে দেয়া হচ্ছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান গতকাল বুধবার (১৯ আগস্ট) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, জেলা জাসদের সভাপতি মোঃ আব্দুল মজিদ বাবুল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মাষ্টার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রকার খেলার সামগ্রী তুলে দেন।
প্রকাশিত: ১৯/০৮/২০১৫ ৬:২০ অপরাহ্ণ , আপডেট: ১৯/০৮/২০১৫ ৬:২৩ অপরাহ্ণ
নজরুল ইসলাম তোফা, ঢাকা:: বাংলাদেশে নিরাপদ খাদ্যের অভাব আর অসচেতনতার কারণে প্রতিদিন হাজারো মানুষ খাদ্যবাহিত ...
পাঠকের মতামত