
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
সদর উত্তর জোনের বালক ফুটবলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ (বুধবার) কক্সবাজারে উপজেলা চ্যাম্পিয়নশীপে অংশ লড়াই করবে এ বিদ্যালয়। ১৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে ঈদগাহ বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার ফাইনাল পর্বে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে দেয়। বিজয়ী দলের অধিনায়ক ছিল আবদুল্লাহ সায়েদ নোমান এবং গোলকিপার ছিল আজিজ। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে ১টি করে গোল দেয়। উভয়পক্ষ একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি। মরিয়া হয়ে চেষ্টা করেও নাপিতখালীর ফুটবলাররা গোল পরিশোধে ব্যর্থ হয়। মাঠের চতুর্দিকে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত উৎসাহী ছাত্র-শিক্ষক। খেলা পরিচালনা করে মিজানুর রহমান। তাকে সহযোগিতার জন্য ছিল আরো ২জন। শেষে ট্রপি বিতরণ অনুষ্ঠানে ছিলেন বিজয়ী স্কুলের সিনিয়র শিক্ষক মোখতার আহমদ, মো. সিরাজুল হক, নুরুল কবির, আবদুল মজিদ খাঁন, মোহাম্মদ আলম, শেখর কান্তি দে, বিজীত স্কুলের শরীর চর্চা শিক্ষক ছৈয়দ করিম, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবদুচ ছালাম, ভারুয়াখালী হাইস্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ক্রীড়া শিক্ষক নুরুল আমিন, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকু ও ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াছ। অতিথিরা বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি এবং বিজীত দলকে রানার্সআপ ট্রপি তুলে দেন। এদিকে ব্যান্ড দল ও ঢোল-তবলা সহকারে বিজয়ী দল বিদ্যালয়ে পৌছুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত চ্যাম্পিয়ন ট্রপি নিয়ে খেলোয়াড়দের সাথে উল্লাসে মেতে উঠেন। এদিকে জোন চ্যাম্পিয়ন এ দল বুধবার কক্সবাজারে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়নশীপে অংশ নেবে।
পাঠকের মতামত