প্রকাশিত: ১৮/০৮/২০১৫ ১০:০৫ অপরাহ্ণ
ঈদগাঁওর আলোচিত মুফিজ অবশেষে গ্রেফতার

mofiz
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মুফিজুর রহমান মুফিজ(৪৫) গ্রেফতার হয়েছেন। ১৮ আগষ্ট সন্ধ্যায় তাকে বাজারের ডিজিটাল হাসপাতাল ফার্মেসী নামক নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তদন্ত কেন্দ্র পুলিশ আটক করে। তার বিরুদ্ধে মানব পাচারের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে। আটক মুফিজ সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ার মৃত হাসমত আলীর পুত্র। তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং ৪ এ ২টি মামলা রয়েছে। এর একটির বাদী হচ্ছে ঈদগাঁও জাগির পাড়ার মৃত চাঁনমিয়ার পুত্র জাফর আলম। এ মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করে আদালত। মামলা নং- ৯৭৩। অন্যটির বাদী হচ্ছে চৗফলদন্ডী ইউনিয়নের খোনকারখীলের মৃত হাজী ছৈয়দ আহমদ সওদাগরের পুত্র শামসুল আলম সওদাগর। মামলা নং- ৮৭৩। প্রথমোক্ত মামলার আর্জিতে বলা হয়, অভিযুক্ত মুফিজ সৌদি আরবের ভিসা আছে বলে সরল বিশ্বাস জমিয়ে বাদী জাফরসহ ৩০ জনের কাছ থেকে ৪ লক্ষ ১২ হাজার টাকা নগদ গ্রহণ করে। ভিসা দিতে ব্যর্থ হওয়ায় বাদী টাকা ফেরত চাইলে সে কালক্ষেপণ করায় ঈদগাঁও ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে তার বিরুদ্ধে শালিস দায়ের করা হয়। উক্ত শালিসে বিবাদীকে টাকা পরিশোধের জন্য রায় দেয়া হয়। এক পর্যায়ে পাওনা টাকার কথা স¤পূর্ণ অস্বীকার করে। এহেনতর প্রতারণার আশ্রয় নেয়ায় ভূক্তভোগী মামলা করলে উক্ত মামলায় আদালত সম্প্রতি ওয়ারেন্ট ইস্যু করে। অন্য মামলার আর্জিতে বলা হয়, পূর্ব পরিচিতির সুবাদে আটক মুফিজ ঈদগাঁও বাজারস্থ মার্শাল নামক কাপড়ের দোকানে বাদী শামসুল আলম সওদাগরের নিকট থেকে ১ লক্ষ টাকা হলাত নেয়। পরে তিনি ১ লক্ষ টাকার একটি চেক দেন যা সংশ্লিষ্ট ব্যাংক ডিসঅনার করে। নিরূপায় হয়ে হলাতদাতা আদালতের শরণাপন্ন হন। উক্ত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়াও আটক মুফিজ বিভিন্ন সময় হজ্জ্ব ও ওমরার উদ্দেশ্যে সৌদি আরব নেয়ার নামে নানা জন থেকে টাকা আত্মসাৎসহ প্রতারণা করে। প্রতারণার শিকাররা হচ্ছে উত্তর নাপিতখালীর জহুর আলম, শাহজাহান, গজালিয়ার জানে আলম, জসিম উদ্দীন, বোয়ালখালির রেজাউল করিম, আবু বক্কর ছিদ্দিক, নুরুল আলম, বাইশারীর বেলাল উদ্দীন, জাগির পাড়ার আবুল কালাম, নজির আহমদ, আবদু রহমান, নাপিতখালীর ফরিদুল ইসলাম, নাইক্ষ্যংদিয়ার সুলতান আহমদ, গর্জনিয়ার মো. আমিনুল হক, চৌফলদন্ডীর দিদার মিয়া, আবদুল্লাহ আল নোমান, কামাল হোছন, মো. আবুল শামা, আবু শরীফ, মোঃ রায়হান উদ্দীন, মোঃ মনির আলম, কালু ফকির পাড়ার আমানুল হক, দরগাহ পাড়ার আবুল কালাম, ফকির মোহাম্মদ, ঈদগড়ের আবু ছৈয়দ, ইসলামাবাদের শাকের উল্লাহ, নাপিতখালীর হাছন আলী ও পুকুরিয়াঘোনার জাফর আলম।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...