প্রকাশিত: ১৮/০৮/২০১৫ ৯:৩৫ অপরাহ্ণ
বর্নাঢ্য আয়োজনে কক্সবাজার আলো ডটকম এর ১ম বর্ষপূর্তি পালন

Cox Alo Pic 18-08-15
প্রেস বিজ্ঞপ্তি :
লেখক, সাংবাদিক, পাঠকসহ অসংখ্য শুভানুধ্যায়ীদের অংশ গ্রহণে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল কক্সবাজার জেলার বহুল পঠিত অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার আলো ডটকম এর ১ম বর্ষপূর্তি। কক্সবাজার আলো ডটকম এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় কলাতলি সাগরপাড়ের এক অভিজাত হোটেলে প্রতিনিধি সভা অনুষ্টিত হয়। জেলার অন্যতম এই অভিজাত হোটেল বলরুমে সকাল ৯টা থেকেই এসে জড়ো হতে থাকেন কক্সবাজার জেলার লেখক, সাংবাদিক, পাঠকসহ অসংখ্য শুভানুধ্যায়ীরা। প্রতিনিধি সভা শেষে দুপুরে সবাই এক সাথে খাওয়া-দাওয়া সেরে অনলাইন সাংবাদিকদের মিলনকেন্দ্র অনলাইন প্রেস ক্লাবে গিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টা বার্ষিকী আয়োজন শেষ হয়।

এর পূর্বে সকালে প্রতিনিধি সভা শেষে অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার আলো ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী। কক্সবাজার আলো ডটকম এর নির্বাহী সম্পাদক ছৈয়দ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের কক্সবাজার বুরে‌্যা চীফ সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, চ্যানেল নাইন এর কক্সবাজার প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইর। বক্তব্য রাখেন উখিয়া নিউজ ডটকম এর সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স,ম ইকবাল বাহার চৌধুরী, দৈনিক হিমছড়ির সিনিয়র স্টাফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান, কক্সবাজার আলো ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক আবদুল গফুর, সহ-বার্তা সম্পাদক আমিনুল কবির, কক্সবাজার আলো ডটকম এর নিজস্ব প্রতিবেদক এস্তে ফারুক, বিশেষ প্রতিনিধি এ এম হোবাইব সজিব, নিজস্ব প্রতিনিধি সাদ্দাম হোসাইন, কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি এম আবু হেনা সাগর, টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দিন মো: মামুন, উখিয়া প্রতিনিধি ওমর ফারুক ইমরান, রামু প্রতিনিধি মো: আবুল কাশেম, পেকুয়া প্রতিনিধি এফএম সুমন, শিক্ষানবিশ স্টাফ রিপোর্টার মফিজ উদ্দিন, সেন্টমার্টিন প্রতিনিধি আবদুল মালেক, কক্সবাজার সরকারী কলেজ প্রতিনিধি মো: হাতেম, কমার্স কলেজ প্রতিনিধি এহসানুল করিম নোবেল, শিক্ষানবিশ স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন, হাকিম উদ্দিন ও এহসান উলাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী বলেন, আমাদের দৈনন্দিন জীবনে অনলাইন সংবাদপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টারনেট আমাদের কাছে যতই সহজলভ্য হচ্ছে অনলাইন সংবাদপত্র ততই জনপ্রিয় হয়ে উঠছে।

তিনি কক্সবাজার আলোর নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও বিকাশের কথা উলেখ করে বলেন, প্রতিশ্র“তিশীল সংবাদকর্মী সৃষ্টিতে এ অনলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক বছরে দেশবিদেশে অনেক পাঠক সৃষ্টি করেছে কক্সবাজার আলো ডটকম।

বক্তারা বলেন, কক্সবাজার আলো ডটকম অনলাইন পত্রিকাটি সুচনালগ্ন থেকে মাত্র এক বছরে জেলা শহরের শীর্ষ অনলাইন হিসেবে পাঠক মহলে প্রচুর জনপ্রিয়তা অর্জন করছে। এ অনলাইন পত্রিকা মাত্র এক বছর পথচলার মাধ্যমে অসংখ্য সম্ভাবনাময় তরুণ সাংবাদিকের জন্ম দিয়েছে।

উলেখ্য ২০১৪ সালের ১৮ আগস্ট কক্সবাজার আলো ডটকম এর যাত্রা শুরু হয়েছিল।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...