
তাহসিম রিজভী,লংগদু:
বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বরাদম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আদিবাসী নিহত সংবাদের প্রতিবাদে লংগদু সম-অধিকার আন্দোলনের উদ্যোগে প্রথম আলো বর্জন,অগ্নি সংযোগ,ও প্রতিবাদ মিছিল বের করা হয়।ঐ সময় সম-অধিকার আন্দোলনের নেতা মোঃআঃহালীম,মোঃখলিলুর রহমান খান,যুব নেতা মিজানুর রহমান বাবু,তরুণ ছাত্র নেতা আজিজুল হাকিম সহ সর্বস্থরের জনতা লংগদু চত্তরে মিছিল বের করেন।এ প্রসঙ্গে যুব নেতা মিজানুর রহমান বাবু বলেন,প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে উপজাতীয় সন্ত্রাসীদের আড়াল করে আদিবাসী বলে সংবাদ প্রকাশ করে প্রথম আলো সংবিধান লংঘন করেছে।আঃহালিম বলেন,সংবিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পার্বত্য এলাকায় কোন আদিবাসী নেই।ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আদিবাসী না বলার জন্য সরকারী ভাবে গেজেট প্রকাশ করা হয়।কিন্তু প্রথম আলো পত্রিকা এই উস্কানী মুলক সংবাদ প্রকাশ করে সংবিধানকে অপমান করেছেন। সরকারের কাছে এর দিষ্টান্ত মুলূক বিচার দাবী করছি। ছাত্র নেতা আজিজুল হাকিম বলেন,লংগদু উপজেলার মানুষ সাম্প্রাদায়িকতায় বিশ্বাসী।লংগদু উপজেলাতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরীর যে নুংরা চেষ্টা প্রথম আলো করছে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
পাঠকের মতামত