
মাহবুব মোর্শেদ:
তথ্য প্রযুক্তি আইনে আটক সাংবাদিক প্রবীর সিকদার তার পক্ষে আইনজীবী পাচ্ছেন না। চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে তার ছেলে সুপ্রিয় সিকদার এমন দাবি করেছেন।
এর আগে, প্রাণহানীর আশঙ্কা প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রীসহ ৩ জনের নাম উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন এডভোকেট স্বপন পাল। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুর পাঠানো হয়।
ফরিদপুর জেলা জজ কোর্টে হাজির করে, মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মুনির হোসেন প্রবীর সিকদারের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। কিন্তু এসময় তার পক্ষে কোন আইনজীবী ছিলো না।
এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে সুপ্রিয় জানান, অনেক চেষ্টার পরও বাবার পক্ষে কোন্ আইনজীবী দাঁড়াতে রাজি হননি। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আইনজীবী সমিতির কেউ যদি কারও বিরুদ্ধে মামলা করে তাহলে সমিতির অনুমতি ছাড়া কেউ বিবাদীর পক্ষে দাঁড়াতে পারবে না। এমন অজুহাতে বাবার পক্ষে কোন আইনজীবী দাঁড়াতে রাজি হচ্ছে না।তবে আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি।
কাউকে আদালতে যেতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, আমাদের পরিবারের কাউকে আদালতে যেতে দেওয়া হচ্ছে না। আর গেলেও তাদের গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত