
স্পোর্টস ডেস্ক |
দু’দিন আগ প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দাতা ও জনদরদী ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো। পশু-পাখির প্রতি তার দরদের কথাও জানা যায়। এবার সেটা বুঝা গেল ইনস্টাগ্রামে তার পোস্ট করা একটি ছবিতে। ল্যাবরাডোর জাতের তার পোষা কুকুরের সঙ্গে সেলফি তুলে রোনালদো পোস্ট করেছেন। রোনালদোর মুখের কাছে মুখ নিয়ে তোলা কুকুরের ছবিতে বোঝাই যাচ্ছে মালিকের প্রতি তার প্রীতি। নিচে রোনালদো লিখেছেন, ‘মারোসকার সঙ্গে সেলফি’। ইনজুরির কারণে প্রাক-মওসুম প্রীতি ম্যাচে খেলতে পারেন নি রোনালাদা। মঙ্গলবার ‘বার্নাব্যু ট্রফি’তে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে তুরস্কের ক্লাব গালাতাসারের বিপক্ষে। ইনজুরি থেকে ফিরে সেখানে রোনালদো খেলবেন বলে জানা গেছে। ২০১৫-১৬ মওসুম শুরু হওয়ার আগে রিয়ালের এটি শেষ ম্যাচ। স্প্যানিশ লা-লিগায়ন তুন মওসুম শুরু হবে ২২ আগস্ট। দ্বিতীয় দিন তারা মাঠে নামবে নবাগত দল স্পোর্টিং গিওনের বিপক্ষে। গত মওসুমে কোনো বড় শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। আর প্রাক-মওসুমে সর্বশেষ চার ম্যাচে রিয়ালের খেলোয়াড়রা মাত্র ২ গোল করতে পেরেছে। এতে নতুন মওসুমে ভাল করতে হলে রোনালদোকে ফুরফুরে থাকতেই হবে।
পাঠকের মতামত