
কালের কণ্ঠ
‘আমাদের কিছু ভুল আছে তার মানে এই নয় সবকিছু ভুল হচ্ছে’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, আজ যারা বলেন দেশে মানবাধিকার নেই, আইনের শাসন নেই, আমি স্বীকার করছি আমাদের কিছু ভুল আছে; তার মানে এই নয় যে, সরকারের সবকিছু ভুল হচ্ছে। কিন্তু যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেদিন তো আপনাদের মতো কেউ বলতেই সাহস পায়নি দেশে আইনের শাসন নেই। বঙ্গবন্ধু তো সাধারণ মানুষ ছিলেন না, রাষ্ট্রনায়ক ছিলেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার বিকেলে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা কোন ব্যক্তি হত্যা বা বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছিল। আর জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিতই করেননি, তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের ভিত আরো মজবুত করেছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামরিক বাহিনীর ক্ষমতাকে ব্যবহার করে জিয়াউর রহমানই রাজনীতিতে জামায়াতকে সুযোগ করে দিয়েছিলেন। রাজাকার আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন। তার স্ত্রী খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় নিজামী-মুজাহিদের গাড়িতে পতাকা দিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানী করেছিলেন। যারা জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে, দেশ স্বাধীন না হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, তাদের গাড়িতে পতাকা দেওয়া প্রতারণা ছাড়া আর কিছু নয়।
বর্তমান সরকারের আমলে শিক্ষার অগ্রগতির বর্ণনা তুলে ধরে তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় আসি তখন শতকরা ৯ জন শিশু স্কুলে যেত না, পঞ্চম শ্রেণিতে ওঠার আগেই শতকরা ৪২ জন শিশু ঝড়ে পড়ত। আজ এ অবস্থার পরিবর্তন হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে জঙ্গিবাদ-মৌলবাদ দূর করতে হলে বিএনপি-জামায়াতের শিকড় উপড়ে ফেলতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।
পাঠকের মতামত