শহিদুল ইসলাম, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা হাঙ্গর ঘোনা গ্রমের পূর্ব শত্রুতার জের ধরে দূবৃর্ত্তরা সোমবার ভোর রাতে সামাজিক বনায়নে ২’শতাধিক আকাশমনি গাছ কেটে ফেলেছে অভিযোগ পাওয়াগেছে। এলাকা বাসীর সূত্রে জানাগেছে ওই গ্রামের মৃত জাফর আলমের ছেলে কামাল হোছন (৩৫) ২০১২সালে সামাজিক বনায়নের ৪০ শতক জমিতে ৩’শতাধিক আকাশমনি গাছের চারা রোপন করেছিল। পূর্ব শত্রুতার জের ধরে লম্বাঘোনা গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে আব্দুল খালেক সওদাগর ওই জমি জবর দখলে নিতে রাতের আধারে বাগানে ২’শতাধিক চারা গাছ কেটে ফেলেছেন। জাফল আলমের ছেলে কামাল হোছন জানান, ওই জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী নিকট একটি বিচার ও দায়ের করা হয়েছিল। কিন্তু তবুও আইনকে তোয়াক্কা না করে আব্দুল খালেক সওদাগর দাপট দেখিয়ে জমি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে গাছের সাথে শত্রুতামি করেছে। ইতি পূর্বেও আগুন দিয়ে ওই বাগানটি পুড়িয়ে দিয়েছিলো। ঘটনা স্থল উখিয়া রেঞ্জর বিট কর্মকর্তা মনিরুজ্জামান মিয়া গতকাল সোমবার দুপুরে পরিদর্শন করেছেন।
পাঠকের মতামত