শহিদুল ইসলাম, উখিয়া :
কক্সবাজার- টেকনাফ সড়কে বুড়ির ঘর এলাকায় কক্সবাজারগামী যাত্রী বাহি গাড়ীতে উখিয়া থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৭৬০পিস ইয়বাসহ ২ পাচার কারীকে আটক করেছে। গতকাল সোমবার দুপুর ২ টায় কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ীতে তল্লাশী চালিয়ে পুলিশ টেকনাফ উপজেলার হোয়াক্ষ্যং ইউনিয়নের কেরুনতলী গ্রামের মৃত ছৈয়দ আলম ড্রাইভারের ছেলে মো: আমিন (১৮)কে ৯৩৫পিস ইয়াবাসহ পাচার কারীকে আটক করেছেন বলে অভিযানকারী উপ-পরিদর্শক মোহাম্মদুল উল্লাহ জানিয়েছেন। একই এলাকায় দুপুরে উখিয়া থানার উপ-পরিদর্শক মো: শাহ জাহান কামালের নেতৃত্বে পুলিশ ৮২৫পিস ইয়াবা সহ টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামের মোঃ সেলিমের স্ত্রী হামিদা বেগম (৩০)কে আটক করেছে। এ ব্যপারে উখিয়া থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান ইয়াবা উদ্ধার ও পাচারে জড়িত থাকার অভিযোগে ২জনকে আট করা হয়েছে বলে সত্যতা নিশ্চত করেছেন। উদ্ধারকুত ইয়াবার মূল্য আনুমানিক ৫লক্ষ ৩০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশিত: ১৭/০৮/২০১৫ ৬:১৫ অপরাহ্ণ
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
পাঠকের মতামত