
অনলাইন ডেস্ক:
অনেক দিন ধরে বলিউডে জোড় গুঞ্জন উঠেছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ জুটি আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্কের কথা। হঠাৎ করেই প্রেমের সম্পর্ক এড়িয়ে যাওয়া এই জুটি ক্যামেরায় ধরা পড়লেন।
ভাট পরিবারের কন্যা আলিয়া সম্প্রতি মুক্তি পাওয়া সিদ্ধার্থ’র নতুন ছবি ‘ব্রাদার্স’ দেখতে এসেছিলেন। এক গাড়িতে আসা আলিয়া ও সিদ্ধার্থ সাংবাদিকদের ক্যামেরায় ধরে পড়ে যান।
তাদেরকে দেখে অনেকে মনে করেছেন বাস্তব জীবনের জুটি তারা। যদিও এসব গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, বন্ধুর ছবি দেখতে আরেক বন্ধু এসেছে। শুধু ছবিতে থেমে ছিলেন না রাতের ডিনারও একসঙ্গে করছেন তারা।
রিয়েল না হলেও ক্যামেরার স্ক্রিনে আবারো একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বর্তমান সময়ের হিট জুটি আলিয়া ও সিদ্ধার্থ। করন জোহর প্রযোজিত ও শাকুন বাত্রার পরিচালিত ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় রোমান্টিকতায় দেখা যাবে তাদেরকে।
তবে বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছে শানদার সিনেমার প্রচারে। এতে তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন হায়দার খ্যাত শহীদ কাপুর।
পাঠকের মতামত