
বার্তা পরিবেশক:
বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আওতাধীন, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের আর্থিক সহযোগীতায় কমিউনিটি ডেভেলাপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত উখিয়া-টেকনাফ উপজেলায় শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষিত পরিবেশ সৃষ্টি প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের কনভেনশন গতকাল ১২ মে উখিয়ার কুতুপালং শিশু বান্ধব কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সারা দেশের মোট জনসংখ্যা ২১ শতাংশ হল কিশোর-কিশোরী, শিশু বিবাহ সহ এ বিশাল জনগোষ্ঠির নানাবিধ সমস্যা সমাধানে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। উল্লেখ্য, সকালে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, কোডেকের প্রকল্প পরিচালক নাছির উদ্দিন। কিশোর-কিশোরীদের প্রতিনিধি মরজিনা আক্তারের সভাপতিত্বে উক্ত কনভেনশনে বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান, কোডেকের চট্টগ্রাম পরিচালক আবছার হাবিব, ইউনিসেফ চট্টগ্রামের প্রতিনিধি শায়লা পারভিন লুনা, মহিলা ও শিশু বিষয়ক উপজেলা কর্মকর্তা শিরিন আক্তার, বালুখালী সিএফসিবিসির সভাপতি ও পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী ভুট্টো, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিতা বালা দে, ইউনিসেফের শিশু সাংবাদিক ইফতিয়াজ নুর নিশান সহ উখিয়া-টেকনাফের সিএসএফ থেকে আগত কিশোর-কিশোরী প্রতিনিধিরা। বক্তারা শিশু বিবাহ প্রতিরোধ, ইভটিজিং সহ কিশোর-কিশোরীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধান বিষয়ে কনভেনশনে আলোকপাত করেন। মোঃ লুৎফুর রহমান ও শারমিন আক্তারের সঞ্চালনায় কুতুপালং সিএফএস এর ব্যবস্থাপক ফেরদৌস আলম সেলিম ও ইকবাল চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কনভেশনে উখিয়া-টেকনাফে ৫টি শিশু বান্ধব কেন্দ্র থেকে আগত প্রায় ২ শতাধিক কিশোর-কিশোরীরা কনভেশনে অংশ নেয়।
পাঠকের মতামত