
৫০ হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে কারেন্ট জাল বিক্রির সময় হাতে নাতে এক বিক্রেতাকে আটক ও প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের কারেন্ট জাল জব্দ করার খবর পাওয়া গেছে। উল্লেখ্য যে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ গতকাল রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার রাধানগর গ্রামের মৃত সেবাজ উদ্দীনের পুত্র রশিদুল ইসলাম (৫০) কে কারেন্ট জাল সহ হাতে-নাতে আটক করে। অভিযানে বাজারের দর্জি পট্টি হতে প্রায় ৪০ হাজার ও গালামাল পট্রি হতে প্রায় ১০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়।
এদিকে অভিযানের পর তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত জাল বিক্রেতাকে নগদ ২ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত কারেন্ট জাল জ্বালিয়ে ধ্বংস করার নির্দেশ দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. আয়েশা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, আটোয়ারী থানার এসআই মো. শফিকুল ইসলাম, স্বাধীনবার্তা২৪ এর সম্পাদক জিল্লুর হোসেন সরকার উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত