
জুঁই চাকমা,রাঙামাটি::আজ ১৬ আগষ্ট ২০১৫ তারিখ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ২য় পর্যায়ের ভোটার তালিকা হালনাগাদ ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম সারা দেশে শুরু হয়েছে।
রাঙামাটি জেলায় রাঙামাটি সদর, বাঘাইছড়ি, বরকল, লংগদু, কাপ্তাই, বিলাইছড়ি, নানিয়ারচর, রাজস্থলী, জুড়াইছড়ি, কাউখালি উপজেলাসহ রাঙামাটি পৌরসভা ও বাঘাইছড়ি পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়।
সূত্র জানায় ১৬ আগষ্ট থেকে আগামী ২৩ আগষ্ট পর্যন্ত তথ্য সংগ্রহকারী বাড়ি-বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবে,এসময়ে ভিতর যারা হালনাগাদ তালিকায় নাম অন্তভুক্ত করতে ব্যর্থ হবে তাদেরকে ২৪ আগষ্ট থেকে ৩০ আগষ্টের মধ্যে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তভুক্ত করতে হবে।
এছাড়া আগামী ১লা সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তভুক্তকারীদের ছবি তোলা হবে।
১ লা জানুয়ারী ২০০০ সাল বা তার আগে জন্ম হলে সে ব্যাক্তি এবারের ভোটার তালিকায় তথ্য সংগ্রহকারীকে তথ্য প্রদান করে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।
পাঠকের মতামত