
বিনোদন ডেস্ক |
সানি লিওন অভিনীত প্রত্যেকটি ছবির প্রতিই দর্শকদের আলাদা একটি আগ্রহ ও কৌতূহল কাজ করে। তার অভিনীত ছবিগুলো তাই ব্যবসাসফলও বটে। তবে কদিন আগেই নিজের নতুন ছবির মাধ্যমে আটকে গিয়েছিলেন সানি। তার অভিনীত ‘মাস্তিজাদে‘ ছবিটিকে ব্যাপক নগ্নতা ও রগরগে দৃশ্য থাকার অভিযোগে আটকে দেয় ভারতের সেন্সর বোর্ড। ছবির পরিচালক মিলাপ জাভেরিজ পরিচালিত এ ছবিটি তাই কদিন ধরেই ঝুলছিল সেন্সর বোর্ড রুমে। কিন্তু সম্প্রতি এটি ছাড়া পেলো, ছাড়া পেলেন সানিও। ভারতীয় সেন্সর বোর্ড ছবিটির কিছু দৃশ্য বাদ দিয়ে প্রাপ্তবয়স্ক ছবি হিসেবে এটি মুক্তির নির্দেশ দিয়েছিল। সেই কাজটিই এতদিন করেছেন পরিচালক। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর এর মধ্যে দিয়ে আগামী কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে সানি লিওন অভিনীত এ ছবিটি। এ ছবির মাধ্যমে আবারও দর্শকদের হৃদয়ে কাঁপন তুলতে যাচ্ছেন সানি। জানা গেছে, সানি এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। কয়েকটি নগ্ন দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি কিছু রগরগে দৃশ্যও রয়েছে। সব মিলিয়ে রোমান্টিক-কমেডিনির্ভর প্রাপ্তবয়স্ক এ ছবিটির মাধ্যমে আবারও সানি দর্শক হৃদয় জয় করতে সক্ষম হবেন বলেই মনে করছেন ছবির পরিচালক। এ বিষয়ে মিলাপ বলেন, এটা আমাদের জন্য অনেক খুশির খবর যে ‘মাস্তিজাদে’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কারণ সানি অভিনীত এ ছবির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিতে এমন চরিত্রে সানি অভিনয় করেছেন যা এর আগে কখনও তিনি করেননি। পাশাপাশি দর্শকদের জন্য সানি ছবিতে অনেক চমক রেখেছেন। আশা করছি ছবিটি ভাল লাগবে সবার।
পাঠকের মতামত