
শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে
জুঁই চাকমা,রাঙামাটি:: ১৫ আগষ্ট-২০১৫: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রাঙামাটির ৬জন প্রশিক্ষণপ্রাপ্তদের যুবক-যুবতিদের মাঝে ২লক্ষ ৮০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, সদস্য হাজী মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জেবুন্নেসা রহিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যাহ, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এ এম নুরুল আবছার’সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটির হোসনে আরা পারভিনকে সেলাই প্রশিক্ষণ সেন্টার প্রকল্পের জন্য ৫০ হাজার, রুপা চাকমাকে ৪০ হাজার, পারভিন আক্তরকে ৫০ হাজার, তরুন চাকমাকে ডেইরী ফার্মের জন্য ৪০ হাজার, মৌসুমী চাকমাকে ৫০ হাজার ও বিচিত্র বিজয় চাকমাকে মৎস্য খামারের জন্য ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে হস্থান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
পাঠকের মতামত