
বার্তা পরিবেশক::
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী গোলাম সরওয়ারকে রাতের অন্ধকারে হত্যার উদ্দেশ্যে হামলার মামলায় (সি/আর-২৬৯/২০১৫, চকরিয়া) মুন্সি নুরুল আবছারকে জেলহাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহোদয় অরুণ পালের আদালত এ আদেশ প্রদান করেন। ইতিপূর্বে হত্যা চেষ্টার অভিযোগে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আইনজীবী গোলাম সরওয়ার। এনিয়ে ৪র্থবারের মতো জেল হাজতে গেলো নুরুল আবছার।
জানা গেছে, ইতিপূর্বে এড. আলহাজ্ব নুরুল কবিরের চেম্বারের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ফাইল চুরির কারণে পর পর দুইবার হাজতবাস করেন উক্ত নুরুল আবছার মুন্সি। এছাড়া চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের তৎকালীন বিচারক সাইফুল ইলাহীর মামলায় ৩য় বারের মত জেলহাজতে যায়।
জানা গেছে, ওই নুরুল আবছারের বিরুদ্ধে চকরিয়া জি.আর- ২৮/১৪ ইং মামলার ধারা কাটাকাটি করার কারণে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বাহাউদ্দিন কাজী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তার মোহরার কার্ড বাতিলের সুপারিশ করেন। এছাড়া আইনজীবীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুল ইলাহী বাদী হয়ে দন্ডবিধি ৪৬৫/৪৬৬ ধারায় মামলা দায়ের করেন। যা মামলা নং (মিচ-০৭/২০১৩, চকরিয়া)। মামলাটি বর্তমানে স্বাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও জিডি করা হয়েছে। এছাড়া টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে চকরিয়া সমিতি ও জেলা আইনজীবী সমিতির বরাবরে শতাধিক লিখিত অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত