
বিনোদন ডেস্ক |
শরীরী জাদুতে ঝড় তুলে আজকাল প্রায়ই বিকিনি পরে পর্দায় উপস্থিত হচ্ছেন বলিউড কন্যারা। তবে বিকিনি ট্রেন্ডটা আজকালের নয়, সত্তরের দশকেও বিকিনি পরে সিনেপর্দায় ঝড় তুলেছিলেন জিনাত আমান। তাই ‘বিকিনি’ পরা এখন আর কোন নতুন কিছু নয়। তবে গোলাপি বিকিনি? হ্যাঁ, এ রঙের বিকিনি পরে বলিউডে এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন ছয় তারকা। তাদের মধ্যেই হালের আলিয়া ভাটের কথা না বললেই নয়। প্রথম ছবিতেই বিকিনি পরে সামনে এসেছিলেন আলিয়া। তারপর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘শানদার’ ছবির ট্রেইলারে পাঁচ সেকেন্ডের গোলাপি বিকিনিতে দেখা গেছে তাকে। গোলাপি রঙের সিল্ক বিকিনির হট লুকে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন মহেশ ভাট তনয়া। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আলিয়ার পরা বিকিনি পরা ছবি ঝড় তুলেছে ব্যাপক। মিষ্টি মেয়ের তকমা ছেড়ে এবার সুপার হট আলিয়া। নায়িকা জানিয়েছেন, বিকিনি বডি পেতে তাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে।
‘এক পেহেলি লীলা’ ছবিতে পিঙ্ক বিকিনিতে পর্দায় রীতিমতো ঝড় তুলেছেন সানি লিওন। এছাড়া কয়েকটি ফটোশুটেও গোলাপি রঙের বিকিনিতে আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন সানি।
বিকিনি পরে সিনেপর্দায় অনেক পুরুষ হৃদয়ে ঝড় তুলেছেন কাটরিনা কাইফ। কিন্তু ‘ধুম ৩’ ছবির একটি গানের দৃশ্যে গোলাপি রঙের বিকিনিতে পর্দায় কাঁপুনি ধরিয়ে দিয়েছেন তিনি। আর তার মোহময়ী রূপে কাত হয়েছেন দর্শকরা।
সত্তর-আশির দশকের সাহসী অভিনেত্রী ছিলেন জিনাত আমান। বলিউডে অভিনেত্রীদের বিকিনি পরার ক্রেজটা জিনাতই শুরু করেছেন বললেও ভুল বলা হবে না। গোপালি রঙের বিকিনি শোভা পায় তার শরীরেও। শুধু তাই নয়। সিনেপর্দায় শরীরী উত্তেজনা ছড়িয়েছেন এ অভিনেত্রীই।
‘বেওয়াকুফিয়া’ ছবিতে প্রথমবার বিকিনি পরেছিলেন সোনম কাপুর, তাও আবার গোলাপি রঙেরই। আর প্রথম বিকিনিতেই বাজিমাত করেন এ নায়িকা। এর আগে খোলামেলা পোশাকেও সামনে আসেননি তিনি। অভিনেত্রী অদিতি রাও হায়দারি সুইমিং পুলে একটি ফটোশুটে গাঢ় গোলাপি বিকিনিতে ক্যামেরাবন্দি হন। এছাড়া প্রথম ছবিতেও বিকিনি তাও আবার গোলাপি বিকিনিতেই হাজির হয়েছিলেন তিনি।
পাঠকের মতামত