
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জানাগেছে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারন, শোক র্যালী, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ছিল অন্যতম। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রব এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জাসদের সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক প্রধানের নেতৃত্বে উপজেলার সকল স্তরের জাসদের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে র্যালী ও বঙ্গবন্ধুর স্মৃতিচারনমূলক বক্তব্য দিয়ে আলোচনা সভার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।
পাঠকের মতামত