
csb24.com::
প্রধানমন্ত্রীর ব্যঙ্গ চিত্র ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় সোহাগ ভূঁইয়া (১৪) নামে এক শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরুন বাছার এই নির্দেশ দেন। সোহাগ ভূঁইয়া কাজিরহাট থানার কাজিরাবাদ গ্রামের এলাকার আনিচ ভূঁইয়ার ছেলে এবং ওই এলাকার কাজীরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
কাজীরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) এমআর শওকত অনোয়ার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে গাবতলা ব্রীজের ওপর বসে সোহাগ তার ফেইসবুক থেকে মোবাইলের মাধ্যমে কয়েকজনের মোবাইলে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ চিত্র পাঠায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে মারধর করে নিকটবর্তী আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে নিয়ে যায়। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে সোহাগকে থানায় আনা হয়। বিষয়টি প্রমাণিত হওয়ায় স্থানীয় দফাদার বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে (২০০৬ সংশোধিত ২০১৩ এর ৫৭ (২) ধারায়) মামলা করেন। শনিবার সকালের লঞ্চে সোহাগকে বরিশালে আদালতে পাঠানো হয়। কোর্ট ইন্সপেক্টর মোসলেউদ্দিন জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোহাগকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সোহাগের পিতা আনিচ ভূইয়া তার চেলে ষড়যন্ত্রের স্বিকার বলে দাবি করেছেন। একটি সুত্র জানায়, সোহাগের পিতার সাথে স্থানীয় প্রভাবশালীদের জমিজমা বিরোধ সংক্রান্ত বিরোধের জের ধরে সোহাগকে পুলিশে দেয়া হয়েছে। কাজিরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল এ ব্যাপারে তার সংশ্লিষ্টতার বিষয় অস্বীকার করে বলেন, পুরো বিষয়টি পুলিশ ভাল বলতে পারবে।
পাঠকের মতামত