
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফুলছড়ি গেইটের নিকটে মিনি ট্রাক-ছারপোকা-টমটমের ত্রিমুখী সংঘর্ষে কমবেশি চালক সহ ৬ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার সময় মহাসড়কের খুটাখালী নয়াপাড়া মোড়ে ঘটে এ দূর্ঘটানা। এতে গুরুত্বর আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করিয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে দ্রুতগামী কক্সবাজার মুখী ছারপোকার সাথে চকরিয়াগামী মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হলে খুটাখালী থেকে যাত্রী নিয়ে নতুন অফিসগামী টমটমকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টমটমের চালক সহ ৬ যাত্রী আহত হয়। তাৎক্ষনিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধারকারীরা জানিয়েছেন নতুন অফিসগামী টমটমের লাইট না থাকায় এ দূর্ঘটনা ঘটেছে। তবে এসময় নিয়ন্ত্রন হারিয়ে মিনি ট্রাকটি খাদে গিয়ে উল্টে পড়ে। রাতে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত