
জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা
সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের মাদরাসা শিক্ষার প্রচার-প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। তার সময়কালে দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল বক্তারা এসব কথা বলেন।
১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম শাহ হাবীবুর রহমান হাকীম।
অধ্যক্ষ মাওলানা জাফরুল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একে আহমদ হোসেন, মুক্তিযোদ্ধা শাহজাহান, কামাল হোসেন চৌধুরী, মহিলা নেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, হামিদা তাহের, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক শামসুল হক শারেক, মমতাজ উদ্দিন বাহারী প্রমুখ।
অধ্যাপক ফরিদুল আলমের পরিচালনায় সভায় অতিথিরা মাদারাসা শিক্ষা বিস্তারে বঙ্গবন্ধুর অবদানের কথা শিক্ষার্থীদের স্বরণ করিয়ে দেন।
পাঠকের মতামত