
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন এই বোর্ডে রয়েছেন চেয়ারম্যান- মরতুজা আহমেদ (তথ্য সচিব), ভাইস চেয়ারম্যান- মো. জাকির হোসেন, সদস্য- এস এম হারুন-উর রশীদ (অতিরিক্ত তথ্য সচিব, চলচ্চিত্র উন্নয়ন), আবু সালেহ শেখ মো. জহিরুল হক (সচিব, আইন মন্ত্রণালয়), আবু হেনা মো. আবদুল মুনিম (অতিরিক্ত সচিব, রাজনৈতিক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন (প্রধান নির্বাহী, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট), নাসিরুদ্দিন দিলু (চলচ্চিত্র প্রযোজক পরিবেশক), মুশফিকুর রহমান গুলজার (মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি), শাহ আলম কিরণ (চলচ্চিত্র পরিচালক), আবদুল জব্বার (কণ্ঠশিল্পী), ইফতেখার উদ্দিন নওশাদ (চলচ্চিত্র প্রদর্শক), আলতাফ মাহমুদ (সাংবাদিক), আবদুর রহমান (সাংবাদিক), রোকেয়া রফিক বেবী (অভিনয় শিল্পী) ও আসলাম সানী (ছড়াকার)।
পাঠকের মতামত