প্রকাশিত: ১৩/০৮/২০১৫ ১১:৩৮ অপরাহ্ণ
স্বাধীন মতপ্রকাশে প্রতিশ্রুতি স্পষ্ট করা উচিত : এইচআরডব্লিউ’র

87522_human
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ কর্তৃপক্ষের দ্ব্যর্থহীনভাবে সেল্ফ-সেন্সরশিপ বা আত্ম-নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাবের পরিবর্তে স্বাধীন মতপ্রকাশে তাদের প্রতিশ্রুতির বিষয়টি স্পষ্ট করা উচিত। গতকাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। ‘বাংলাদেশ: স্টপ প্রোমোটিং সেল্ফ-সেন্সরশিপ’ শিরোনামে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, গত ৭ই আগস্ট ধর্ম নিরপেক্ষ ব্লগার নীলাদ্রি চক্রবর্তী নিলয়ের মর্মন্তুদ হত্যাকা-ের ঘটনাটি বাংলাদেশ সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবার নিরাপত্তা সুনিশ্চিত করা এবং মুক্তমত চর্চা রুদ্ধ করে দেয়ার প্রচেষ্টা বন্ধের বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়।
এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, এটা মর্মপীড়াদায়ক যে, পুলিশের কাছে ব্লগাররা তাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ করা সত্ত্বেও, বাংলাদেশ কর্তৃপক্ষ শুধু ব্লগারদের সুরক্ষা দিতেই ব্যর্থ হয়নি, বরং তারা আত্ম-নিয়ন্ত্রণ চর্চার প্রস্তাব দিচ্ছেন। তিনি বলেন, সরকারের স্মরণ রাখা উচিত যে, তাদের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা এবং জনগণের জীবন এবং তাদের ধর্মীয় স্বাধীনতাকে সুরক্ষা দেয়া।
নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন নিহত ব্লগার। ধর্ম-নিরপেক্ষতার সমর্থনে কথা বলার কারণে এ বছর হত্যাকা-ের শিকার হওয়া চতুর্থ ব্লগার তিনি। কট্টরপন্থী সংগঠনগুলো যে ৮৪ জন ব্লগারের তালিকা প্রস্তুত করেছে, তাদের মধ্যে এ ৪ জন রয়েছে। তাদের ইসলামবিরোধী ও সৃষ্টিকর্তা ও ধর্মমতের বিরুদ্ধে তীব্র কটাক্ষকারী ব্লগার হিসেবে বর্ণনা কছে এ সংগঠনগুলো। ওই প্রতিবেদনে ব্লগার নিলয়কে রাজধানীতে তার বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যার বর্ণনা তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। উঠে এসেছে কথিত আল-কায়েদা সহযোগী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হত্যার দায় স্বীকার ও তাদের হুমকির বিষয়টি।
প্রতিবেদনে বলা হয়, নিলয়কে হুমকি দেয়া বা তার আগে যে ব্লগারদের হত্যা করা হয়েছে, তাদের হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার বিষয়টির পরিবর্তে, পুলিশের ইনসপেক্টর জেনারেল (আইজি) একেএম শহীদুল হক সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমাদের আইন অনুযায়ী, কারও ধর্মানুভূতিতে আঘাত হানা অপরাধ’। দ্রুত তদন্তের আশ্বাস দিয়ে তিনি ব্লগারদের পরামর্শ দিয়ে বলেন, যারা মুক্ত চিন্তার অধিকারী এবং লেখক, তাদের কাছে আমার অনুরোধ যে, আমরা যেন সীমা লঙ্ঘন না করি সেটা নিশ্চিত করা।
হিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও বলেছেন যে, ব্লগার হত্যাকা-ের ঘটনাসমূহে দ্রুত তদন্ত শুরু হবে, এর আগে ‘মানুষের ধর্মানুভূতিতে আঘাত’ দেয়ার জন্য ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তার সরকার বাক স্বাধীনতা, সুশীল সমাজের নেতা-কর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার হুমকি দেয়া বা তাদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা এবং মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গ যারা নিরাপত্তা বাহিনীর আইন লঙ্ঘনের সমালোচনা করেন, তাদেরকেও টার্গেট করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজি রায় ও তার স্ত্রীর ওপর ঢাকার একটি রাস্তায় চাপাতি হামলা চালানো হয়। গুরুতরভাবে কুপিয়ে হত্যা করা হয় অভিজিতকে এবং তার স্ত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ওই হামলার দায়ও স্বীকার করেছিল আনসারুল্লাহ বাংলা টিম। এ ঘটনার ১ মাস পর ব্লগার ওয়াশিকুর রহমানকে একইভাবে ঢাকার একটি রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। গত মে মাসে সিলেট শহরে ৩৩ বছর বয়সী ব্লগার অনন্ত বিজয় দাশকে চাপাতি হামলায় হত্যা করা হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নাস্তিক এক ব্লগার আহমেদ বা থাবা বাবাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর এক পর মার্চে আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনকে একই ধরনের হামলায় গুরুতর আহত করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারের প্রতি জানানো আহ্বানে বলছে, অবিলম্বে এসব পূর্ব-পরিকল্পিত হত্যাকা-ের ঘটনায় তদন্ত করতে এবং এসব হত্যাকা-ের ঘটনার মূল পরিকল্পনাকারী ও যাদের নির্দেশে এগুলো সংঘটিত হয়েছে, তাদের শনাক্ত করে বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে।

অ্যাডামস তার বিবৃতিতে বলেন, শেখ হাসিনার সরকার ধর্মের ব্যাপারে শুধু মতামত প্রকাশের জন্য ব্লগারদের ওপর হামলার ঘটনাগুলোর ব্যাপারে মিশ্র বার্তা পাঠানোর ঝুঁকি নিতে পারে না। এ হামলাকারীদের প্রশমিত করার পরিবর্তে সরকারের সামনে এখন এ বিবৃতি দেয়ার সময় যে, যারা হত্যাকান্ডের ষড়যন্ত্র, উস্কানি, নির্দেশ দেয়া ও সহিংস কর্মকা- পরিচালনা করার সঙ্গে জড়িত, তাদের বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...