
মাইনউদ্দিন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় প্রাতিষ্টানিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
এউপলক্ষে গতকাল বৃহ¯প্রতিবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যেগে বিভিন্ন প্রাতিষ্টানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণেরন জন্য রুই জাতীয়, মৃগেল, স্বরপুটি, রুই, কাতলা, গাসকার্প, র্কাপু, গনীয়া, কমনকাপ জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়। উপজেলার প্রত্যান্ত অঞ্চলের শতশত মৎস্য চাষী এবং প্রতিষ্টানকে প্রতি বছর মাছের পোনা বিতরণ করা হয়। মৎস্য পোনা বিতরণ উপলক্ষে পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রাতিষ্টানের প্রতিনিধি এবং মৎস্য চাষীদের হাতে মাছের পোনা তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভাঃ) প্রিয় কান্তি চাকমা প্রমূখ।
পাঠকের মতামত