সিলেটে চলমান সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বৃহস্পতিবার গ্রুপপর্বের খেলায় মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ ২-০ গোলে জয় পেয়েছে। পুরো ম্যাচে অসংখ্য সুযোগ তৈরি হলেও বাংলাদেশের খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে পারে নি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে গেল বাংলাদেশের কিশোররা।
খেলার ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়েছে মোহাম্মদ শাওন। ভারতের ৩ জন ডিফেন্ডারের ভিড়ে ডি বক্সে পাওয়া বল বুদ্ধিদীপ্ত শটে জালে জড়িয়েছে এই মিডফিল্ডার। ফলে বাংলাদেশ এগিয়ে গিয়েছে ১-০ গোলে। এরপর আরও অনেকবারই সুযোগ পেয়েছে বাংলাদেশ। ৩৯ মিনিটে মিডফিল্ডার সাদ উদ্দিন দারুণ সুযোগ সৃষ্টি করেছিল। তবে ফরোয়ার্ড নিপু তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন আতিকুজ্জামান। প্রথমার্ধে ফাউল করার অপরাধে হলুদ কার্ড পেয়েছে বাংলাদেশের অধিনায়ক শাওন হোসেন।
পাঠকের মতামত