প্রকাশিত: ১৩/০৮/২০১৫ ৯:১৫ পূর্বাহ্ণ
অপরাধের স্বর্গরাজ্য কটেজ জোন

oporad
# অভিনব কৌশলে চলছে মাদক ব্যবসা ও অপহরণ বাণিজ্য

জড়িত সন্ত্রাসী, প্রভাবশালী মহল, কটেজ মালিক, ম্যানেজার ও রুম বয়

বলরাম দাশ অনুপম::
কক্সবাজার হোটেল-মোটেল জোনের কটেজ এলাকা অপরাধী ও মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই কটেজ জোনকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, মাদক ব্যবসা ও অপহরণের মত নানা অপরাধ। সংঘবদ্ধ কয়েকটি চক্র অভিনব কৌশলে এই কাজ চালিয়ে যাচ্ছে। আর এসব চক্রের সন্ত্রাসীদের সাথে নেতৃত্ব দিচ্ছে কটেজের ভাড়াটিয়া মালিক, ম্যানেজার, রুম বয় ও স্থানীয় প্রভাবশালীরা। এদের সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সুন্দরী নারীদের।

সর্বশেষ সোমবার সকালে শহরের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। ভুক্তভোগীদের দাবী পুলিশের টহল না থাকার কারণে অপরাধ করেই দ্রুত সটকে পড়তে পারছে অপরাধীরা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে-পর্যটকদের আগমনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থান থেকে অপরাধীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেচে নেয় কটেজ জোনকে। সেখানে কটেজের মালিক, ম্যানেজার ও রুম বয়দের হাত করে নেমে পড়ে মাদক ব্যবসা, অপহরণ, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধ কাজে। আর এদের সহযোগিতা দিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।

পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একের পর এক অপরাধ করে যাচ্ছে এসব সিন্ডিকেটের সদস্যরা। মাঝে মধ্যে পুলিশের অভিযানে কয়েকজন চুনো-পুটি ছিনতাইকারী আটক হলেও এদের গডফাদাররা বরাবরের মতই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে মঙ্গলবার কটেজ জোনের সোহান রির্সোট নামের একটি আবাসিক হোটেল থেকে ৩ পেশাদার অপহরণকারীকে আটক করে সদর মডেল থানা পুলিশ। এরা হলো-শহরের ফদনার ডেইল এলাকার মৃত রহমত উল্লাহর পুত্র হাবিব উল্লাহ, তার পুত্র ইব্রাহিম ও স্ত্রী হাসিনা প্রকাশ রিনা বেগম। এদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী, পর্যটক ও সহজ-সরল লোকদের জিন্মি করে রুমে আটকে রেখে মুক্তিপণ আদায়ের কাজ চলে আসছিল।

মহেশখালী উপজেলার হোয়ানক হরিয়ারছড়ার মাছ ব্যবসায়ী ছৈয়দ আহমদকে অপহরণ করে মুক্তিপণ আদায় কালে তাদের আটক করা হয়। একই ভাবে নানা অপরাধের কারণে গত এক সপ্তাহে কটেজ জোনের একাধিক কটেজ থেকে অর্ধ ডজন নারী-পুরুষকে আটক করে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কটেজের মালিক বলেন-কিছু কটেজ-রিসোর্টে ইয়াবা ব্যবসা দেদারসে চলে আসছে। পাশাপাশি ছিনতাইকারী ও অপহরণকারীরা এসব কটেজে দিনের পর দিন আশ্রয় নিয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে। ফলে বাকী কটেজেরও দুর্নাম হচ্ছে প্রতিনিয়ত।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান-বিশেষ করে বীচ নুর, আল-ফাহাদ, সী-শার্ক, আমির ড্রীম, সী-টাউন, শারমিন, সবুজ কটেজ, বীচ পার্কসহ ১০/১২টি কটেজে মাদক, পতিতা ব্যবসা ওপেন সিক্রেটের মত চলে আসছে। তাছাড়া এসব কটেজে ঘাপটি মেরে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সন্ত্রাসী, ছিনতাইকারী ও অপহরনকারীদের আস্তানা।

প্রায় সময় পুলিশ, র‌্যাবসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সেখান থেকে ইয়াবাসহ একাধিক লোককে আটক, পতিতা ও খদ্দেরদের আটক করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন-পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তায় হোটেল-মোটেল ও কটেজ জোনে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান-অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। তাছাড়া শীঘ্রই চিহিৃত ছিনতাইকারী, অপরহরনকারীসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন তিনি।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...