
বিশ্ববিদ্যালয় :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ¯œাতক শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া ২৪শে আগস্ট থেকে শুরু হবে। চলবে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ই অক্টোবর থেকে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্তগুলো নেয়া হয়।
এদিকে প্রতিবার চতুর্থ বিষয় বাদ দিয়ে মোট জিপিএ হিসাব করা হলেও এবার থেকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ হিসাব করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘খ’ ইউনিটের পরীক্ষা ৯ই অক্টোবর, ‘চ’ ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ই অক্টোবর, ‘গ’ ইউনিটের পরীক্ষা ১৬ই অক্টোবর, ‘চ’ ইউনিটের পরীক্ষা (অঙ্কন) ১৭ই অক্টোবর, ‘ক’ ইউনিটের পরীক্ষা ৩০শে অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে। ফরম ওঠানোর জন্য ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মতামত