
হাসান মাহমুদ, আলীকদম:
আগামী ১৫ আগষ্ট মুক্তিযুদ্ধের চেতনার অগ্রদুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর পালাতক হত্যাকারীদের বিচারের দাবিতে পার্বত্য বান্দবরানের আলীকদম উপজেলা ছাত্রলীগ মানববন্ধন করেছে। গতকাল বিকাল পাঁচ ঘটিকায় আলীকদম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ আলীকদম উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এম কফিল উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি শুভরঞ্জন বড়–য়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুবিন, উপজেলা মহিলা লীগের সভাপতি এনুচা মার্মা প্রমূখ। মানব বন্ধনে ছাত্রলীগ ছাড়াও আলীকদম উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যোগ দেন। এসময় এক সংক্ষিপ্ত সভায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি এনে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রেরন করা হয়।
পাঠকের মতামত