
এম.এস রানা:
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সংসদ সদস্য আবদুর রহমান বদি পল্লী বিদ্যুতের আওতায় মাষ্টার প্ল্যানের অধীনে অসমাপ্ত বিদ্যুতায়ন কাজ দ্রুত সম্পন্ন করার পরমার্শ দিয়ে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে যে সমস্ত গ্রামে বিদ্যুতায়ন এখনো হয়নি, অথচ তাদের আবেদন রয়েছে, সে সমস্ত গ্রামগুলোতে যাতে দ্রুত বিদ্যুতায়ন করা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে যাতে ইউরিয়া সার পাচার হতে না পারে সেজন্য নিয়মিত সার ডিলারদের মনিটরিং করার জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় সংসদ সদস্য আরো বলেন, সাম্প্রতিক সময়ে কুমেনের প্রভাবে যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে বা কালভার্ট, ব্রিজ, সড়ক, উপসড়ক বিনষ্ট হয়েছে তা দ্রুত সংস্কার করে উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য উপজেলা প্রকৌশলীকে তাগিদ দেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় করে এসব সংস্কার কাজ সম্পন্ন করার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী ছাড়াও সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া বড়–য়া পাড়া সংযোগ সড়কের ধ্বসে যাওয়া একটি ব্রিজ পরিদর্শন করে উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে উক্ত ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
পাঠকের মতামত