
এম.এস রানা, উখিয়া:
কক্সবাজার উখিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোস্তফা মিনহাজকে তার অফিসে ঢুকে বেধড়ক মারধর করলেন সংসদ সদস্য আবদুর রহমান বদি। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। একসময় এমপি বদির ভয়ে উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ অসহায়ত্ব অবস্থায় ভীত সস্তস্থ হয়ে পড়ে। মারধরের শিকার উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজ জানান, কোন অপরাধ ও কারণ ছাড়ায় এমপি বদি আমাকে শারিরীক ভাবে আঘাত করেছে। কক্সবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনজুর আলম ছিদ্দিকী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বুধবার ১১টায় উখিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ছিল। ১১টার দিকে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি সভাকক্ষে ঢুকে প্রকৌশলীকে না দেখে উপজেলা অফিসে কর্মরত পিয়ন সিরাজুল হককে দিয়ে প্রকৌশলীকে ডেকে পাঠান। তিনি আসতে বিলম্ব হওয়ায় সংসদ সদস্য দ্¦িতীয় তলার সভাকক্ষ ত্যাগ করে নিচের তলায় উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে ঢুকে প্রকৌশলী মোস্তফা মিনহাজকে অশ্লীল ব্যবহার করে শার্টের কলার ধরে চেয়ার থেকে তুলে নিয়ে ব্যাপক কিল, ঘুষি সহ মারধর করে। পরে অবশ্যই প্রকৌশলী মোস্তফা মিনহাজও সভাকক্ষে উপস্থিত হন।
এ ব্যাপারে মুঠোফোনে প্রকৌশলী মোস্তফা মিনহাজের নিকট জানতে চাওয়া হলে তাকে এমপি বদি মারধর করার কথা স্বীকার করে বলেন, সভায় যোগদান করার জন্য প্রস্তুতি নেওয়াকালে এমপি বদি আকষ্মিক তার অফিস কক্ষে ডুকে কেন ৫ মিনিট দেরি হয়েছে এমন অজুহাত তুলে সবার সামনে মারধর করে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জেলা নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে মারধরের বিষয়টি অবহিত করেছে বলে জানান। এদিকে খবর পেয়ে কক্সবাজারের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম ছিদ্দিকী বিকাল ৩টায় উখিয়া উপজেলা প্রকৌশলীর অফিসে আসেন। পরে আহত মোস্তফা মিনহাজকে সাথে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। তবে সমন্বয় সভায় উপস্থিত পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, সংসদ সদস্য সভাকক্ষে ঢুকে উপজেলা প্রকৌশলীকে না দেখে তাৎক্ষণিকভাবে আবার সভাকক্ষ ত্যাগ করতে দেখা গেছে। হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু বলেন, আমি সভায় উপস্থিত হওয়ার আগেই যা হবার তাই হয়ে গেছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বেও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (সাবেক) জহিরুল ইসলামকেও এমপি বদি মারধর ও নাজেহাল করেছিলেন। এ পর্যন্ত এমপি বদির হাতে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী, ব্যাংকার, মুক্তিযোদ্ধা, আইনজীবী, ছাত্রলীগ নেতা, শিক্ষক সহ অসংখ্য সরকারী ও বেসরকারী কর্মকর্তা প্রহারের শিকার হয়েছে। সর্বশেষ উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজ এমপি বদির হাতে মারধরের শিকার ঘটনা নিয়ে সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে।
পাঠকের মতামত