প্রকাশিত: ১১/০৮/২০১৫ ১০:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
কয়েকদিন ধরে তেজি হয়ে উঠেছে সূর্য। কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। এই গরম থেকে আরাম পেতে ঠাণ্ডা পানি বা আইসক্রিম নয়, নিজের এবং পরিবারের সদস্যদের জন্য ঘরে বসেই তৈরি করতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়। আজ আপনাদের জন্য থাকছে আনারস-পুদিনার শরবতের সহজ রেসিপি।
উপকরণ:
- আনারস অর্ধেকটা ( কুচি করে কাটা)
পুদিনা কুচি ১ টেবিল চামচ
লেবুর রস এক চা চামচ
বিট লবন ১/২ চা চামচ
লবণ (পরিমাণমত)
চিনি ১ টেবিল চামচ
ঠাণ্ডা পানি দেড় গ্লাস এবং বরফ কুচি।
যেভাবে তৈরি করবেন:
প্রথমে আনারস, পুদিনা পাতা, লেবুর রস, বিট লবণ, লবণ ও চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর শরবতটি ছাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন। এবার গ্লাসে ঢেলে বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আনারস-পুদিনার শরবত।
পাঠকের মতামত