
অনলাইন ডেস্ক:
অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন সারোয়ার জামান নিপু।
সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার খেলা শুরুর ৫ মিনিটেই সারোয়ার নিপু গোল করে এগিয়ে দিয়েছে স্বাগতিকদের। তাই প্রথমার্ধ ১-০ তে এগিয়ে থেকেই শেষ করে বাংলাদেশ।
বিরতির পর লঙ্কানদের জালে আরও ৩ বার বল জড়ায় স্বাগতিকরা। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব। এরপর ৭৬ মিনিটে কর্নার কিকে পাওয়া বলে হেডের সাহায্যে গোল করেছে আতিক। সবশেষে ৮৫ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেছে সারোয়ার নিপু। লঙ্কানরা কোনো গোল শোধ করতে না পারায় ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
এরআগে, শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হার মানে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয় ভিন্ন বিকল্প কোনো পথ খোলা ছিল না লঙ্কানদের সামনে। কিন্তু বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে এই ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল কিশোর ফুটবলাররা।
পাঠকের মতামত