প্রকাশিত: ১১/০৮/২০১৫ ১০:০৫ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বৃদ্ধি!

ভরা মৌসুমে জলদস্যুদের ভয়ে সাগরে যাচ্ছেনা জেলেরা॥
mohesh khali jalodosso pic-11,08,15
আবদুর রাজ্জাক,মহেশখালী:
কক্সবাজারের উপকুলীয় দ্বীপ মহেশখালী-কুতুবদিয়ার সমুদ্র চ্যানেলে সোনাদিয়া চ্যানেলে সম্প্রতি জলদস্যুদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এই ভরা মৌসুমেও উপকুলীয় এলাকার হাজার হাজার জেলেরা জলদস্যুদের ভয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাচ্ছেনা। ফলে জেলে পল্লীতে নেমে এসেছে চরম বিপর্যয় ও কালো মেঘের ছায়া। জলদস্যুদের ভয়ে জেলেরা সাগরে মাছ ধরতে না যাওযায় তাদের পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবণ যাপন করছে। সম্প্রতি ইলিশ সপ্তাহ শেষে জেলেরা যখন ফিশিং ট্রলার নিয়ে সাগরে যাওয়ার প্রস্তÍুতি নিচ্ছিল ঠিক সেই সময় মহেশখালীর সোনাদিয়া সমুদ্র চ্যানেলে জলদস্যুতা বৃদ্ধি পেয়েছে। গভীর বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরে আসার পথে সোনাদিয়া সমুদ্র চ্যানেলে গত এক সপ্তাহ আগে ৫ টি ফিশিং ট্রলার জলদস্যুর শিকার হয়েছ্।ে জলদস্যুরা মাঝি-মাল্লাদের ব্যাপক মারধর করে গুরুতর আহত করে ট্রলারে থাকাা মাছ,জাল ও মিশিনের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে। জলদস্যূদের হামলায় এ পর্যন্ত ২০ জনের অধিক জেলে আহতহয়ে মানবেতর জীবণ যাপন করছে। সোনাদিয়া দ্বীপের জলদস্যু স¤্রাট নাগুবাহিনীর সেকেন্ড ইন কামান্ড জাম্বু জেলা পুলিশের সাথে এক বন্দুক যুদ্ধে একটি পা হারিয়ে কিছু দিন জলদস্যুতা কমে গেলেও সম্প্রতি ওই বাহিনীর সদস্যরা আবার একত্রিত হয়ে ফের সক্রিয় হয়ে উঠে সাগরে দস্যুতা ,জেলেদের হত্যাসহ নৌকার মাছ ও মালামাল লুটপাট ও টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করছে। এই বাহিনীকে প্রশাসনিক ও আথির্ক ভাবে সহায়তা করে আসছেন সোনাদিয়া দ্বীপের অঘোষিত স¤্রাট আবদুল গফুর প্রকাশ নাগু মেম্বার। সে সদরে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করে। তার সবুজ সংকেত পেলেই তার ছেলে নকিবের নেতৃর্ত্বে জলদস্যুরা সাগরে দসুত্য আরম্ভ করে। এ পরিস্থিতিতে জলদস্যুদের কাছ থেকে টোকন না নিয়ে সাগরে যেতে ভয় পাচ্ছে জেলেরা। টোকেন বিক্রি করে প্রতিমাসে লাখ লাখ টাকা আদায় করে চলেছে ওই জলদস্যুরা।

   অনুসন্ধানে জানা গেছে, ডাকাতদের প্রতিমাসে বোট মালিক ও মাঝিরা ২০ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দিতো। কোনো মাসে চাঁদা দিতে না পারলে নেমে আসতো নির্মম অত্যাচার। আর এ চাঁদার টাকা লেনদেন হতো মোবাইল ব্যাংক বিকাশ-এর মাধ্যমে। ফলে জলদস্যুদের হাতে জেলে পরিবার গুলো সব সময় জিম্মি থাকে।এব্যাপারে একাধিক ট্রলার মালিকরা জানান, নিয়মিত মাসোহারা দিতে অপারগ হলে পরবর্তি এই ট্রলার সাগরে মাছ ধরতে যাওয়া মাত্রই ওই জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা ট্রলারের ইঞ্জিন,জাল,আহরন কৃত মাছ,তেল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। খালি ট্রলারটি ফুটো করে সাগরে ডুবিয়ে দেয়। ফলে কিছু মাঝি মাল্লারা সাতাঁর কেটে তীরে ফিরে আসলেও অনেকে সাগরে প্রান হারায়। অনেক সময়  জলদস্যুরা মাঝি মাল্লাদের অস্ত্রের মুখে অপহরন করে জিম্মী করে মুক্তিপন আদায় করে।

স্থানীয় জেলেরা জানান, সম্প্রতি গত মাস থেকে সাগরে আশংকাজনকহারে জলদস্যূদের তৎপরতা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাগর থেকে ইলিশ মাছ ধরে কুলে ফেরার পথে জলদস্যূদের কবলে পড়তে হয়। তারা জানান, সাগরে জেলেদের কোন নিরাপত্তা নেই। এ কারণে সাগরে মাছ ধরতে যাচ্ছি না। আরেক জেলে জানান, সাগরে মাছ ধরে কোন রকম সংসার চালাতাম। কিন্তু জলদস্যূদের ভয়ে সাগরে মাছ ধরতে যেতে পাচ্ছি না। তিনি আরো জানান,এলাকায় অন্য কোন ছোটখাটো ব্যবসা করার মতো নেই কোন সামর্থ্য। ফলে ৯ সদস্যের পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধহারে মানবেতর জীবন যাপন করছি। সম্প্রতি সাগরে জলদস্যূরা বেপরোয়া হয়ে ওঠেছে। এতে প্রতিনিয়ত সাগর থেকে ফিশিং বোট কুলে ফেরারপথে জলদস্যূদের কবলে পড়ে স্বর্বশ্ব হারাচ্ছে। জলদস্যূদের হামলায় নিহত ও আহত হচ্ছে ফিশিং বোটের শ্রমিকরা। এনিয়ে জেলেদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

স্থানীয় জেলেরা জানান,এলাকার কিছু মুখোশধারী জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্বনয়ে গড়া উক্ত সিন্ডিকেটটি এসব জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে। তারা প্রত্যক্ষও পরোক্ষ ভাবে এসব জলদস্যুদের সহায়তা করে আসছে বলে একাধিক সূত্রে প্রকাশ। তাছাড়া এ চ্যানেল দিয়ে মায়ানমার থেকে আসা বেল্ডার লবন,বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ,সিরামিক পণ্যসহ এবং এখান থেকে মায়ানমারে যাচ্ছে ডিজেল,জন্ম নিয়ন্ত্রন বডি পাচার করছে উক্ত নিন্ডিকেটটি। মায়ানমারের বিভিন্ন রাজ্যের দস্যুদের সঙ্গে এদের মোবাইলে যোগাযোগ থাকায় সিন্ডিকেটের সঙ্গে বনিবনা না করে কোন চালান পাচার হতে গেলে দস্যুরা এসব ট্রলার উপকুলে নিয়ে এসে মালামাল খালাস করে নেয়। অপরদিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের ভয়ে কক্সবাজার জেলার অন্যন্ত ৫০’ হাজার জেলে চরম আতংকে জীবনবাজি রেখে সাগরে মাছ ধরতে যাচ্ছে। ফলে অলস সময় কাটাচ্ছে জেলেরা।জলদস্যুদের কবল থেকে ফিরে আসা একাধিক জেলেরা জানায়, বিশেষ করে সোনাদিয়া,ঘটিভাংগা,ধলঘাটা,মাতারবাড়ী,কালারমার ছড়া ,চকরিয়া ও কুতুবদিয়া এলাকার একটি সঙ্গবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে এসব নিয়ন্ত্রন হয় এবং পুলিশের র্সোস পরিচয় দানকারী বেশ কয়েক জন ব্যক্তির সঙ্গে এ সিন্ডিকেটের যোগসুত্রতা রয়েছে বলে সুত্রে প্রকাশ।

এ প্রসঙ্গে মহেশখালী ফিশিং বোট মালিক সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, এই ভরা মৌসুমে জেলেরা সাগরে মাছ আহরণ করতে না পারলে জেলে পরিবার গুলিতে অন্ধকার নেমে আসবে। ওরা পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবণযাপন করবে অপরদিকে ফিশিং ট্রলারের মালিকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখিন হবে। তিনি জলদস্যুদের নিয়ন্ত্রন করতে সাগরে কোষ্টগার্ড় ও নৌবাহিনীর টহল জোরদারের দাবী জানান।

এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বলেন, গভীর বঙ্গোপসাগরে তড়িৎ গতিতে অভিযান পরিচালনা করার মত থানা পুলিশের নিজস্ব কোন দ্রুত নৌযান না থাকায় পুলিশ ইচ্ছা করলেও জলদস্যুদের আটক কিংবা গ্রেফতার করতে পারছেনা। তার পরেও পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে একাধিক জলদস্যুকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে এবং জলদস্যূতা বন্ধে মহেশখালী চ্যানেলের আশে পাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের বলেন, বঙ্গোপসাগরে জলদস্যুদের বিষয়টি নিয়ে ইতিমধ্যে কোস্টগার্ড়কে অবহিত করা হয়েছে এবং সোনাদিয়া চ্যানেলে নৌ বাহিনীর টহল জোরদার করা হবে।

পাঠকের মতামত

  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...
    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...