২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার থেকে ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার সদর, উখিয়া ও মহেশখালী উপজেলায় ভোটারদের ছবি তোলার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। ছবিসহ নিবন্ধন কার্যক্রমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রে ৩ জন পুলিশ ও ২ জন আনসার সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। তবে জেলা নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন জানান-কক্সবাজার সদর উপজেলায় চলতি ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রমে ১৯ হাজার ১৯৭, উখিয়া উপজেলায় ৯ হাজার ৭৯৬ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে মহেশখালী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তিনি জানাতে পারেননি।
পাঠকের মতামত