csb24.com::
অভাবের সংসারে বাবার সঙ্গে অন্যের জমিতে দিনমজুরের কাজ করেও বরিশালের বাবুগঞ্জে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে মারুফ হোসাইন নামে এক শিক্ষার্থী। সে উপজেলার আগরপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের আতাহার আলী হাওলাদারের ছেলে। তবে জিপিএ ৫ পাওয়ার পরও অর্থের অভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে মেধাবি এই শিক্ষার্থীর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের আতাহার আলী হাওলাদারের ছেলে মারুফ এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন। আতাহার আলীর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে মারুফ দ্বিতীয়। অভাবের সংসারে বাবার সঙ্গে অন্যের জমিতে কাজ করার পর অবসরে পড়াশুনা করতেন তিনি। এবার বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে আগরপুর ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ ৫ পেয়েছেন তিনি। ভবিষ্যতে সেনা কর্মকর্তা হয়ে দেশের সেবা করতে চান এ মেধাবি শিক্ষার্থী। তবে অর্থের অভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে তার। এমনকি পড়াশুনা বন্ধ হওয়ার উপক্রম এখন।
পাঠকের মতামত