প্রকাশিত: ১১/০৮/২০১৫ ৪:০১ অপরাহ্ণ

image_255118.body-odor-1024x682
csb24.com::
আমাদের সবার দেহে গন্ধ রয়েছে। ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বিশেষজ্ঞরা জানান, প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন গন্ধ রয়েছে যা ফিঙ্গারপ্রিন্টের মতোই আলাদা। আবার একেক সময় দেহের একেক গন্ধ পাওয়া যেতে পারে। এসব গন্ধ আপনার সম্পর্কে তথ্য দেয়। দেখে নিন, গন্ধ আপনার সম্পর্কে যে ৫টি তথ্য দেয়।

১. সম্প্রতি এক গবেষণায় বলা হয়, দেহের গন্ধ প্রস্তুতের জন্যে যে জিন কাজ করে তা এমন গন্ধ উৎপন্ন করতে পারে যার কারণে মশা আকৃষ্ট হয়। মশা বা কীট-পতঙ্গ আকৃষ্ট করে যে গন্ধ তা সঠিকভাবে শনাক্ত করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এর দ্বারা হয়তো মশা তাড়ানোর গন্ধও বের করা যাবে।

২. গন্ধের মাধ্যমে মানুষ তার সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে নিতে পারে। এটা মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ তার দেহ গন্ধ থেকে ভিন্ন গন্ধের বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। কাজেই মানুষের সঙ্গী-সঙ্গিনী বাছাইয়ের ক্ষেত্রে গন্ধ বেশ কার্যকর ভূমিকা রাখে।

৩. দেহের গন্ধ বলে দেয় আপনা ওপর স্ট্রেস ভর করেছে। যদিও স্ট্রেস ভর করলে মানুষ সাধারণত ঘামে, এখানে দেহের গন্ধের পরিবর্তন দেখা হয়েছে। আপনি যখন মানসিক চাপে থাকবেন তখন গন্ধ শুঁকে আপনাকে পরিচিত কেউ শনাক্ত করতে পারবেন না। তবে এ কাজটি পারে কুকুর।

৪. দেহের গন্ধে যেমন নতুন বন্ধু জুটে যেতে পারে, তেমনি পারেন খোয়াতে। ধরুন, সপ্তাহে একবার গোসল করে অভ্যস্ত আপনি। সেক্ষেত্রে কেবল দেহের গন্ধের কারণে বন্ধু হারাবেন আপনি। আর দেহ থেকে যদি ফ্রেস গন্ধ বেরোয় তবে আশপাশের মানুষ আকর্ষিত হবে। এক পরীক্ষায় দেখা গেছে, গন্ধের মাধ্যমে মানুষ অন্যের ব্যক্তিত্বের ধরন সম্পর্কে আন্দাজ করে নেয়। তবে বহির্মুখী, নিয়ন্ত্রণমূলক এবং বাতিকগ্রস্ত মানুষ সম্পর্কে ধারণা দেয়।

৫. স্বাস্থ্যগত তথ্য দেবে গন্ধ। রোগাক্রান্ত হলে দেহের গন্ধ বদলে যায়। তবে বিজ্ঞানীরা এখনো জানেন না, রোগ কিভাবে দেহের গন্ধ বদলে দেয়। বিজ্ঞানীরা দেখেছেন, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত রোগীর প্রস্রাবের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে কুকুর। হয়তো দেহের গন্ধ পরিবর্তনের জন্যে বিপাকক্রিয়া দায়ী। ঠাণ্ডা-সর্দি থেকে রক্ষা পেতে প্লেসবো ইনজেনশন দেওয়া মানুষদের গায়ের গন্ধ শুঁকে চিহ্নিত করা যায়।

পাঠকের মতামত

  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • রামদা'য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

    রামদা’য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

    চট্টগ্রাম প্রতিনিধিঃ সময়টা ২০১৫ সালের ২ নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তখন মুখরিত ছিলো ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ...