বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ নানা কারণে কয়েক দফা পেছানোর পর অবশেষে দেশে ফিরলেন মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশী। ১০ আগষ্ট সোমবার দুপুরে মিয়ানমারের তুমব্রু টাউনের প্রশাসনিক ভবনে বিজিবি ও সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে এসব বাংলাদেশীদের হস্তান্তর করা হয়। বর্তমানে উদ্ধারকৃতদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রবিউল ইসলাম। অন্যদিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের পরিচালক ইউ স নাইং। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির জানান-ফিরিয়ে আনা ১৫৯ জনের মধ্যে ১০ জেলার বাসিন্দা রয়েছে। এর মধ্যে ৮০ জনই নরসিংদীর। বাকীদের মধ্যে নারায়ণগঞ্জের ১২, কিশোরগঞ্জের ১৩, চট্টগ্রামের ১৮, ফরিদপুরের ১২, হবিগঞ্জের ১৭, নওগাঁর ২, নাটোরের ১, শরীয়তপুরের ৩ ও বরিশালের ১ জন বাসিন্দা রয়েছে। উল্লেখ্য-গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে ভাসমান অবস্থায় ২০৮ এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে সে দেশের নৌ-বাহিনী। এদের শনাক্ত করার পর কয়েক দফায় ফিরিয়ে আনা হয় দেশে। কিন্তু বাকী ১৫৯ জনকে গত ৩০ জুলাই ও ৫ আগস্ট ফেরত আনার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ নানা কারণে তা সম্ভব হয়নি।
প্রকাশিত: ১০/০৮/২০১৫ ৪:৩৯ অপরাহ্ণ , আপডেট: ১০/০৮/২০১৫ ৫:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...
পাঠকের মতামত