
অনলাইন ডেস্ক:
পারিবারিক বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে সালমা আক্তার নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে ও শ্বাসরোধ করে হত্যার প্রায় এক মাস পর অবশেষে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সদর থানার এসআই আবু তাহের বাদী হয়ে চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় একই দিন মামলার ২ নাম্বার আসামি ও নিহত গৃহবধূর শাশুড়ী হালিমা বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া জানান, সালমাকে তার স্বামী, শাশুড়ী, ননদ ও ননদের স্বামী ৪ জন শ্বাসরোধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রায় এক মাস পর ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে অবশেষে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত: গত ১১ জুলাই শনিবার মধ্য রাতে লক্ষ্মীপুরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে বিয়ের ৩ মাসের মাথায় শ্বশুর বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে গৃহবধূ সালমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুরপক্ষের লোকজন। এসময় আশেপাশের লোকজন এসে সালমাকে উদ্ধার করে সদর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। এর আগেই সালমার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে ছাই হয়ে যায়। অবস্থার অবনতিতে ঢাকা নেয়ার পথে সালমা মারা যান।
পাঠকের মতামত